সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

Headline :
শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বেরোবিতে ওরিয়েন্টেশন লার্নিং সেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন ঢাবি’র বিভিন্ন হল ও ভবনের পরিদর্শন অব্যাহত বুয়েটের বিশেষজ্ঞ কারিগরি কমিটির শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ রাজধানীতে ফের ভূমিকম্প কারা প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কমান্ড্যান্ট অফিসে জন্মদিন পারন সরকারি আচরণবিধি লঙ্ঘন : শাস্তির দাবি এবার ভূমিকম্পে কাঁপলো ভারত অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ

করলার রস খেলে কি আসলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে?

Reporter Name / ১৯ Time View
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

লাইফস্টাইল ডেস্ক :

ডায়াবেটিস অর্থাৎ রক্তের শর্করা মাত্রা অনেক বেড়ে গেলে তা কম সময়ে নিয়ন্ত্রণে আনতে অনেকেই করলার সাহায্য নেন। তিতা এই সবজির রস সকালে খালি পেটে খেলে কমে শর্করার মাত্রা। আয়ুর্বেদেও করলার রসের অনেক গুণের কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই ব্যাপারে চিকিৎসকরা কী বলেন?

বিগত কয়েক বছরে হু হু করে বেড়েছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। আমাদের দেশের টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেশি। চিকিৎসকদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। তাই চিকিৎসার মাধ্যমে এই হরমোনের কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করা হয়। এই কাজে ওষুধের পাশাপাশি কার্যকরী ভূমিকা রাখে করলা বা উচ্ছের রস। এটি বিপাকহার সংক্রান্ত রোগবালাই-ও বশে রাখে।

 

করলার রস খেলে কী উপকার মেলে?
হজম সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকে
উচ্ছে বা করলার রস হলো অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। এই অ্যান্টি অক্সিডেন্ট লিভারের যত্ন নেয়। ফলে বিপাকহার ও হজম সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখে।

দুশ্চিন্তা কমায়
ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেকেই উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। অতিরিক্ত দুশ্চিন্তা বাড়িয়ে দেয় সুগারের মাত্রা। করলার রস খেলে হ্যাপি হরমোনের মাত্রা ঠিক থাকে।

 

ত্বকের যত্ন নেয়
শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এই পানীয়। ফলে ত্বক ও চুলের জেল্লা স্বাভাবিক ভাবেই বাড়ে। অক্সিডেটিভ স্ট্রেস মুক্ত থাকলে শরীরও সামগ্রিক ভাবে ভালো থাকে।

উচ্ছে বা করলা খেলেই যে সুগার কমবে, এমন নয়। তবে এই সবজিটি রক্তে সুগারের ভারসাম্য বজায় রাখতে পারে। এমনকী রক্তে শর্করার মাত্রা চটজলদি বাড়তে দেয় না।এছাড়া করলায় রয়েছে পলিপেপটাইড পি নামক একটি উপাদান। এই উপাদান সুগার স্পাইক আটকায়। অর্থাৎ, হুট করে সুগার বেড়ে যায় না।

করলা ব্লেড করে বা পিষে এর রস বের করুন। সঙ্গে পানি মিশিয়ে খালি পেটে পান করুন। তিতকুটে ভাব কমাতে সঙ্গে মধু বা লেবুর রস মেশাতে পারেন। প্রথমে অল্প পান করুন। ধীরে ধীরে পরিমাণ বাড়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply